কোন ভেট চল্ বেনা* যে আমাদের মৌলিক অধিকারে বাধা প্রদান করে* সেই তো আমাদের * সত্রু* এটা কেমন দেশ প্ররিচালনা* যে যেই শিক্ষার দ্বারা দেশ উন্নত হবে* তাকে গলা টিপে হত্য করা *তাহলে দেশ কি ভাবে এগীয়ে যাবে* আপনারা একটু ভেবে দেখুন *আর আপনাদের কে কি বলব* আপনারা তো সবাই দেশ কে ভাল বাসেন না* ভাল বাসেন দল* কে আমি কোন দলকে ভালবাসব না* রাজনিত ও করব না* সুধু চেষ্টা করব* দেশ এবং দেশের মানুষ যেন* সান্তিতে থাকে* ***আপনি যে দলে সমর্থন করুন না কেন* অন্যায় কে কেন* প্রচরয় দেন * কেন দলকে ভাল বাসেন* কেন দেশ কে ভালবাসেন না**কেন বলেন না আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি*
সাত রং এ রাঙা রংধনু , ভালোবাসার রং এ রাঙা হৃদয় মেরু, মৃত বটো বৃক্ষের ডালে যুগল সালিক, নোকায় ভেসে বেড়ানো মালি ও মালিক, মধুর মুহুর্তের প্রতিক্ষায় নবদম্পতি, শেষ না হতো যদি এমন রাত্রি, জেলের জালে রঙিন মাছের ঝংকার, নতুন দিনে সবার নতুন উপহার, ভালোবাসার নেই কোন সীমানা, যা ইচ্ছে কবির লিখতে নেই মানা,
আসন্ন ঐতিহাসিক চরমোনাই মাহফিল বিশ্বের অন্যতম বৃহত্তম ইসলামী মহাসম্মেলন। বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্ত হতে ধর্মপ্রাণ মানুষ এই মাহফিল সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘ কয়েক যুগ ধরে লক্ষ লক্ষ মানুষ এই মাহফিলের মাধ্যমে হেদায়াতের মিছিলে সমবেত হতে সক্ষম হয়েছে। চরমোনাই মাহফিলের রূহানী আমেজ দিনদিন অবিশ্বাস্য গতিতে বৃদ্ধি পাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ নদীর স্রোতের মতো ছুটে আসেন কীর্তনখোলা নদীর তীরে। দিকভ্রান্ত পথহারা মানুষ এই ময়দানের বরকতে আল্লাওয়ালাদের কাতারে শামিল হওয়ার প্রতিযোগিতা করে। ইসলামের পরিপূর্ণ দিকনির্দেশনা নিয়ে ব্যক্তিগতজীবন, পারিবারিকজীবন, সামাজিকজীবন ও রাজনৈতিকজীবনে দীনি দীক্ষা নিয়ে সফল মুত্তাকী মানুষে পরিণত হয়। এই মাহফিলকে কেন্দ্র করে দেশবিদেশের খ্যাতিমান শীর্ষ ওলামা হযরত আল্লাহওয়ালাদের মিলনমেলায় এসে অভিভূত হয়েছেন। দুনিয়ার কালিমা, শয়তানের প্ররোচনায় রোগাক্রান্ত অন্তর, স্বার্থ ও মোহের ঘুর্ণাবর্তে পড়ে নষ্ট হওয়া এই জীবনকে রূহানিয়াতের নুরে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই মাহফিল হেদায়াতের কষ্টিপাথর। ইশকের আগুনে নিজের আমিত্বকে জ্বালিয়ে পুড়িয়ে নিজেকে খাঁটি সোনায় পরিণত করবার একটি ...
Comments
Post a Comment